দুর্ভাগা গেইল! ভাগ্যের কি নির্মম পরিহাস


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১০:৪১ পিএম
দুর্ভাগা গেইল! ভাগ্যের কি নির্মম পরিহাস


গেইল মানে চার-ছক্কার ঝড়। যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষন প্রতিপক্ষ মহাবিপদে থাকে। গেইল আউট হওয়া মানে পুরো ম্যাচের নিয়ন্ত্রন হাতে চলে আসা।

টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল না তা ইনিংস শেষে হাড়ে হাড়ে টের পেলো সফরকারী ওয়েস্টইন্ডিজ।  ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের বোকামির দণ্ড স্বরুপ স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৩৭০ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেন। 

ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এই বিশাল রানের জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ওয়েস্টইন্ডিজ।  মাত্র ১৫ রানের মাথায় ইভেন লেইসের তুলে দেয়া ক্যাচ তালু বন্দি করে মঈন আলী।  এরপর গেইলের সঙ্গে হোপ কিছুটা এগোতে চেষ্টা করেও ব্যর্থ হোন।  লেইসের মতো তিনিও একই কায়দায় আউট হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ান।  বিদায়ের আগে তার স্কোরকার্ডে জমা হয় ২০ রান। 

পর পর দুই উইকেটের পতনের পরও ঠিকই নিজের সহজাত খেলছেন গেইল। ৯ চার এবং ৬ ছক্কায় মাত্র ৭৮ বলে ৯৪ রান করেন গেইল। দীর্ঘদিন পর মাঠে ফিরে আবারো সেই পুরনো গেইলকে দেখতে পেল ক্রিকেট প্রেমিরা। তবে শেষটা অনেক দুঃখ নিয়ে মাঠ ছাড়েন গেইল। সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থেকে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আরেকটি স্বপ্ন ভেঙে গেল গেইলের।  

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর