নেইমারের প্রতিদিনের আয় কোটি টাকা!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৫:৩৯ পিএম
নেইমারের প্রতিদিনের আয় কোটি টাকা!

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। তার এই রেকর্ডময় ট্রান্সফারে রীতিমত হইচই পড়ে গোটা ফুটবল পাড়ায়। 

নেইমার এখন আর বার্সার নেই। এই কথাটি বিশ্বাস করতে কষ্ট হয় অনেক বার্সা তারকার।  বিশ্বাস হোক বা না হোক মানতেই হবে নেইমার এখন পিএসজির। পিএসজির হয়ে রীতিমত বল পায়ে জাদু দেখাচ্ছেনও তিনি। এখন প্রশ্ন আসতে পারে, পিএসজির হয়ে নেইমারের আয় কেমন? তা কি বার্সার চেয়ে কম নাকি বেশি?

জার্মান সংবাদমাধ্যম ‘দের স্পেইগেল’ জানাচ্ছে, পরিমাণটা প্রায় কোটি টাকার মতো! সম্প্রতি ওই সংবাদমাধ্যমের দেয়া প্রতিবেদনের বরাত দিয়ে আবারও আলোচনায় নেইমার। তারা জানাচ্ছে, প্রতি মাসে পিএসজি থেকে প্রায় ৩১ লাখ ইউরো পকেটে পুরছেন নেইমার। ইতিহাসে আর কোন ফুটবলার এতো টাকা আর কখনো পায়নি। বাংলাদেশি মূল্যমানে মাসে নেইমারের বেতন ৩০ কোটি সাত লাখ টাকার মতো।  আর প্রতিদিন পাচ্ছেন এক লাখ ইউরো, বাংলাদেশের হিসেবে তা ৯৭ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি ঘন্টায় চার হাজার ডলার (৩,৯১,৮৭৪ টাকা), মিনিটে ৬৬ ইউরো (৬,৪৬৬ টাকা) টাকা শুধু ফুটবল থেকেই উপার্জন হয় নেইমারের।

ফুটবলারদের ‘সৌভাগ্য উপার্জন’ ব্যাপারটা একসময়ে কল্পিত ছিল। কিন্তু যতদিন যাচ্ছে, ততই যেন সেই কল্পনা সত্যি হচ্ছে। বিশেষ করে নেইমারের পকেটের দিকে তাকালে তা যেন সত্যিকার অর্থেই বাস্তব। নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোস দিয়ে। ব্রাজিলিয়ান ক্লাবটিতে ২০০৯-২০১৩ পর্যন্ত খেলেছেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেয়া। মূল সফলতা আসে বার্সাতেই। দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জেতার সৌভাগ্য হয়েছে তার। চলতি বছরের আগস্ট থেকে তার গায়ে জড়েছে ফ্রান্সের শীর্ষস্থানীয় ক্লাব পিএসজির জার্সি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর