তিনতলা ছাদ থেকে পড়েও অক্ষত ছিলেন মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৪:২৯ পিএম
তিনতলা ছাদ থেকে পড়েও অক্ষত ছিলেন মাশরাফি

বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো কিংবা সুযোগ পেলে চিত্রা নদীতে সাঁতার কাটনো ছিল মাশরাফির ছোট বেলার অন্যতম কাজ। নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান পেসার হলেও ছোট বেলায় তার প্রিয় সখ ছিল ফুটবল খেলা। খেলা বলতে ফুটবলকেই বুঝতেন তিনি। 

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফির ছোটবেলা নিয়ে যত অধ্যায়ন করা হয় ততই জানা যায় অদ্ভুত অনেক বিষয়।  এবার তার মা জানালেন তেমনই একটি ঘটনা।  ওর (মাশরাফির) যখন ১০ বছর বয়স, তখন মামা বাড়ির তিনতলা ছাদে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় মাশরাফি। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর বন্ধুরা চিৎকার করে উঠে।

পরে আমরা তাকে নড়াইল সদর হাসপাত‍ালে নিয়ে যাই। চিকিৎসক মাশরাফিকে দেখে বলেন ওর কিছুই হয়নি। পরে ওকে ঘণ্টা খানেক বিশ্রামে রেখে বাড়ি পাঠিয়ে দেন। কৌশিকের (মাশরাফির ডাক নাম) ওপর আল্লাহর রহমত আছে বলেই তিনতলা ছাদ থেকে পড়েও ওর কিছুই হয়নি। এমনকি ওর শরীরের কোথাও কোনো ক্ষতও হয়নি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর