সিরিজ চলাকালীন ‘অন্যরকম’ সুংসবাদ পেলেন কোহলি


প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৩:২১ পিএম
সিরিজ চলাকালীন ‘অন্যরকম’ সুংসবাদ পেলেন কোহলি

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতেছে স্বাগতিক ভারত। রোববার (২৪ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে ফের মুখোমুখি হয়েছে দুই পক্ষ।  

চলমান এই সিরিজের  দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি থেকে আট রান দূরে থাকতে আউট হন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে এ দিন অন্যরকম সুংবাদ পান তিনি। সেটা হলো, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করার গৌরব অর্জন করেন কোহলি। যাতে পাশে পেয়েছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে।

এখন পর্যন্ত ভারতের ম্যাচ জয়ে কোহলির সংগ্রহ ১০,০৫৯ রান। যেখানে লিটল মাস্টার শচীনের সংগ্রহ ১৭,১১৩ রান। পাশাপাশি ‘দি ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ১০,৮৬০ রান। এছাড়া ভারতের টেস্ট জয়ের ম্যাচে ২,৪৭২ রান করেছেন কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জয়ে তার রানের সংখ্যাটা যথাক্রমে ৬,৩১৩ ও ১,২৭৪। সব মিলিয়ে ১০,০৫৯ রান তার দখলে।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার টেস্টে ভারতের জয়ে যোগ করেছেন ৫,৯৪৬ রান, ওয়ানডেতে ১১,১৫৭ রান ও আর তার খেলা একমাত্র টি-টোয়েন্টিতে ১০ রান। অন্যদিকে কোনো টি-টোয়েন্টি না খেলা রাহুল দ্রাবিড়ের একদিনের ক্রিকেটে ভারতের জয়ে রান করেছেন ৫,৭২৯ আর সাদা পোশাকে ৫,১৩১ রান করেছেন।  সব মিলিয়ে ভারতের জয়ে কোহলির সেঞ্চুরি ৩৪টি। সেখানে টেন্ডুলকারের ৫০টি ও দ্রাবিড়ের রয়েছে ২৩টি সেঞ্চুরি।

টেস্টে কোহলির মোট রান ৪,৬৫৮। খেলেছেন ৬০টি টেস্ট ম্যাচ যেখানে গড় প্রায় ৫০ ছুঁই ছুঁই। সেঞ্চুরি করেছেন ১৭টি। রয়েছে ২৩৫ রানের সর্বোচ্চ ইনিংসও। অন্যদিকে একদিনের ম্যাচে ১৯৬ ম্যাচ খেলে করেছেন ৮,৬৭৯ রান। গড় ৫৫.৬৩ আর সেঞ্চুরি ৩০টি। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচ খেলে ১,৮৩০ রান করলেও এখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। করেছেন ১৭টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ও টেস্টে তার হাফ সেঞ্চুরির সংখ্যা যথাক্রমে ৪৫ ও ১৪টি।

সব ফরম্যাট মিলিয়ে ভারতের জয়ে অবদান রেখে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ৪০ বার আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ১০ বার।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর