ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়াড়ি চক্রের ছায়া, গ্রেপ্তার ৭


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১১:৩৯ এএম
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে জুয়াড়ি চক্রের ছায়া, গ্রেপ্তার ৭

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় একদিনের ম্যাচে মিলল অনলাইন বেটিং চক্রের সন্ধান। শুক্রবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার পুলিশ ওই চক্রের ব্যাপারে সন্ধান পায়। তার পর তারা হানা দেয় নয়াদিল্লির দেরাওয়াল নগরের একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে ১২টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ ও নগদ ২৭,৭৫০ টাকা উদ্ধার করেছে। 

এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা জুয়াতে লাগানোর খবর জানতে পেরেছে পুলিশ। উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, অভিযুক্তরা জেরার মুখে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, মোবাইলের মাধ্যমে এই কাজ চলত। মোবাইলের রেকর্ডিং অন করে কে কত দরে জুয়া খেলছে তার হিসেব রাখা হতো। পাশাপাশি, ল্যাপটপে ‘বেটিং অ্যাসিস্ট্যান্স’ নামের একটি বেটিং সফটওয়্যার ইনস্টল করেও এই জুয়ার কাজ চালানো হতো বলে জানিয়েছে অভিযুক্তরা।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর