জোড়া দুঃসংবাদের পর এবার টাইগারদের জন্য বড় সুসংবাদ!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১০:২৫ পিএম
জোড়া দুঃসংবাদের পর এবার টাইগারদের জন্য বড় সুসংবাদ!

ইতোমধ্যে স্বাগতিক দেশের আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলা শেষ করেছে বাংলাদেশ। ম্যাচটি ড্র হয়। যাই হোক, প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে রানে ফিরেছেন ইমরুল, সাব্বির ও মুমিনুল। বলা যায়, এটি বাংলাদেশের জন্য বড় পাওয়া। তবে পাওয়ার মাঝেও কিছুটা হারিয়েছে বাংলাদেশ। সেটি হলো, ম্যাচের প্রথম দিনে তামিমের ইনজুরি এবং দ্বিতীয় দিনে সৌম্য সরকারের ইনজুরি।

এদিকে দুই টাইগারের ইনজুরির পর পরই বিভিন্ন মিডিয়ায় ঘটা করে প্রচার হয় প্রথম টেস্টে খেলতে পারবেন তারা। তবে শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন যা বললেন, তাতে উদ্বেগ প্রশমিত হতেই পারে। 

এ নিয়ে চন্দ্রমোহনের আশা, পচেফ্স্ট্রুমে প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন এই দুই ড্যাশিং ওপেনার।  

তিনি আরো বলেন, ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম।  তবে এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। সেই সঙ্গে আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে।  অন্যদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়া সৌম্যকে সাবধানতার জন্য মাঠের বাইরে রাখা হয়েছে।  তবে এই সপ্তাহে সেও অনুশীলন শুরু করবে। 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর