লা লিগায় আজ বাবা-ছেলের মুখোমুখি যুদ্ধ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১১:৫১ এএম
লা লিগায় আজ বাবা-ছেলের মুখোমুখি যুদ্ধ

স্প্যানিশ লা লিগায় আজ রণাঙ্গনের যুদ্ধে নামবে জিনেদিন জিদান ও ছেলে এনসো ফের্নান্দেস। প্রথমবারের মতো আজ লা লিগায় মুখোমুখি হবে দুই জনে। রাত ৮টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলাভেস। 

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আছেন জিনেদিন জিদান, তা সবারই জানা। ফ্রান্সের এ তারকার বড় ছেলে এনসো ফের্নান্দেস খেলছেন আলাভেসের হয়ে। অপ্রত্যাশিত হলেও সত্য, জিনেদিন জিদানকেই আজ ছেলেকে হারানোর ছক কষতে হচ্ছে। 

শুধু যে ছক কষছেন তা না, রীতিমত মাথার ঘাম পায়ে ফেলছেন। কারণ লিগের শুরুটা খুবই বাজে হয়েছে রিয়ালের। পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে তারা। সবশেষ ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রোনালদো-মার্সেলোরা।   

২০০৪ সালে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে যোগ দেন এনসো ফের্নান্দেস। এরপর রিয়াল মাদ্রিদের ‘বি’ দল এবং গত মৌসুমে সিনিয়র দলের জার্সিতে একটি ম্যাচ খেলেন। কোপা ডেল রে’র ম্যাচে গোলও করেন এনসো। সেবার ছেলের সাফল্য নিয়ে গর্বিত হয়েছিলেন জিদান। কিন্তু আজ ছেলের সাফল্য চান না বাবা। শুক্রবার সংবাদ সম্মেলনে জিদান বলেছেন,‘আশা করি, সে গোল করবে না।’

বলার অপেক্ষা রাখে না বাবা-ছেলের লড়াইয়ে দৃষ্টি এখন পুরো বিশ্বের। জিদানও মুখিয়ে ছেলের মুখোমুখি হতে, ‘অদ্ভুত এক লড়াই হতে যাচ্ছে। আমি তার জন্য খুশি। ও যথেষ্ট পরিশ্রমী। তার জন্য শুভকামনা।’

৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৭ পয়েন্ট পিছিয়ে রিয়াল। রিয়াল মাদ্রিদ এ ম্যাচে ছন্দে ফিরে কি না সেটাই দেখার। এদিকে আজ মাঠে নামবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনাও। মেসিদের প্রতিপক্ষ জিরোনা।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর