একরানে পিছিয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:৫০ পিএম
একরানে পিছিয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার (২১ স্পেটেম্বর) থেকে শুরু হওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনটা রাঙাতে পারেনি বাংলাদেশ। টাইগারদের সাদামাটা বোলিংয়ে সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন আট উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ফলে প্রথম ইনিংস শেষে প্রোটিয়ারা সাত রানের লিডে থাকে। 

আজ শেষ বিকালে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র তিন ওভার খেলার সুযোগ পায়। এতে কোনও উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করে টাইগাররা। লিটন দাস ২ রান করে ও ইমরুল কায়েস ৪ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে ১ রানে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৬/৭ডি (৭৪.১ ওভার)

(তামিম ইকবাল ৫, সৌম্য সরকার ৪৩, ইমরুল কায়েস ৩৪, মুমিনুল হক ৬৮, মুশফিকুর রহিম ৬৩, মাহমুদউল্লাহ রিয়াদ ০, সাব্বির রহমান ৫৮*, লিটন দাস ০, মেহেদী হাসান মিরাজ ১৮, তাসকিন আহমেদ ৮*; মিগায়েল প্রিটোরিয়াস ১/৪৫, টিলাদি বোকাকো ১/৪৮, ওকুহলে কেলে ০/৬২, মাইকেল কোহেন ৪/২৭, শন ভন বার্গ ১/৯৬, লিউস ডু প্লয় ০/২২)।

ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন প্রথম ইনিংস: ৩১৩/৮ডি (৯১ ওভার)

(ইয়াসিন ভাল্লি ১০, আইজ্যাক ডিকগালে ১২, জুবাইর হামজা ৬০, লিউস ডু প্লয় ৪, হেনরিক ক্লাসেন ১৬, ম্যাথু ব্রিৎজকে ৪৪, ম্যাথু ক্রিস্টেনসেন ৫৩, শন ভন বার্গ ৬২*, মিগায়েল প্রিটোরিয়াস ৪২, টিলাদি বোকাকো ৫*; মোস্তাফিজুর রহমান ১/২৮, শুভাশিস রয় ১/২৭, মেহেদী হাসান মিরাজ ১/৫৬, শফিউল ইসলাম ২/৬১, তাসকিন আহমেদ ১/৭০, তাইজুল ইসলাম ১/৪৭, সৌম্য সরকার ০/১৪, সাব্বির রহমান ০/৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬/০ (৩ ওভার)

(লিটন দাস ২*, ইমরুল কায়েস ৪*; মিগায়েল প্রিটোরিয়াস ০/২, টিলাদি বোকাকো ০/৪)
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর