বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেন ইমরুল কায়েস


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:২০ পিএম
বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেন ইমরুল কায়েস

বৃহস্পতিবার বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে মমিনুল হক, মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। 

জবাবে প্রথম দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে স্বাগতিকরা শুরুতেই উইকেট হারিয়ে বসে। দলীয় ২১ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেই শুরুতে বিপাকে পড়ে প্রোটিয়ারা। তবে শেষ পর্যন্ত উল্টো লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দলটি। এদিন স্বাগতিকদের পক্ষে জুবাইর হামজা ৬০, ম্যাথু ব্রিৎজকে ৪৪, ম্যাথু ক্রিস্টেনসেন ৫৩, শন ভন বার্গ ৬২* ও মিগায়েল প্রিটোরিয়াস ৪২ রান করেন।

বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ২টি, শুভাশিস রয় ১টি, মোস্তাফিজুর রহমান ১টি, তাসকিন আহমেদ ১টি, মেহেদী হাসান মিরাজ ১টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারী বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ৬ রান। টাইগারদের হয়ে ওপেনিং করছেন ইমরুল কায়েস ও লিটন দাস।  দ্বিতীয় ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে নিজেদের স্কোরবোর্ডে রান যোগ করেন তিনি। 
 
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।

ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লোয়ানডিসওয়া জুমা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর