চাপের মুখে স্ত্রী-সন্তানদের ঘরে তুললেন ক্রিকেটার শহীদ


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:৪৬ এএম
চাপের মুখে স্ত্রী-সন্তানদের ঘরে তুললেন ক্রিকেটার শহীদ

মামলার ভয়ে স্ত্রী ফারজানা আক্তার ও দুই সন্তানকে ঘরে তুলে নিলেন ক্রিকেটার শহীদ। গত মঙ্গলবার শহীদের বাবা ও কয়েকজন মুরব্বি মুন্সীগঞ্জে (শহীদের শ্বশুর বাড়ি) এসে তাদের নিয়ে যান।  প্রায় তিন মাস পর স্বামীর ঘরে ফিরে গেলেন ফারজানা আক্তার। 

গত জুনে নির্যাতন করে দুই সন্তানসহ স্ত্রীকে বাড়ি (নারায়ণগঞ্জ) থেকে বের করে দেন পেসার শহীদ।  এরপর তিনি আশ্রয় নেন মুন্সীগঞ্জে বাবার বাড়িতে। 

শহীদের নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের জুনে দুই সন্তানকে নিয়ে মুন্সিগঞ্জের বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ফারজানা।  উপায়ন্তর না দেখে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পেসারের স্ত্রী।  একপর্যায়ে বিসিবির দ্বারস্ত হতে হলো শহীদের দুই সন্তানের জননী ফারজানা। 

গত ৯ জুলাই স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন তিনি।  বিসিবি থেকে এই সমস্যা সমাধানে দায়িত্ব দেয়া হয়েছিল খালেদ মাহমুদ সুজনের উপর।  কিন্তু তাতেও কাজ হয়নি।  কারণ কারো কথাই মানেননি শহীদ। 

তাই সুজনের পরামর্শেই মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল শহীদের স্ত্রী ফারজানা।  তবে তার আগে শহীদকে ব্যাপারটি জানাতে বলেছিল সুজন।  সুজনের কথাতেই মামলার আগে ব্যাপারটি জানানো হয়েছিল শহীদকে।  আর কোন উপায় না দেখেই তখনই শহীদের বাবা ও মুরব্বিদের নিয়ে ফারজানাদের বাসায় হাজির হয়েছেন ক্রিকেটার শহীদ।  এরপরেই দুই পক্ষের সমঝোতায় প্রায় তিন মাস পর স্বামীর ঘরে ফিরে গেলেন ফারজানা আক্তার। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর