কুলদীপের হ্যাটট্রিক, ভারতেরও হ্যাটট্রিক


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ১০:১৫ পিএম
কুলদীপের হ্যাটট্রিক, ভারতেরও হ্যাটট্রিক

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথেই হাঁটছিল ভারত। তবে মাঝপথে অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। বুধবার কলকাতায় অজিদের সামনে ২৫৩ রানের মাঝারি লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বিরাট কোহলির দল। 

যাদবের হ্যাটট্রিকে মাত্র ২০২ রানে অলআউট হয় আজিরা ।এর আগে ভারতের মাত্র দুজন বোলারের হ্যাটট্রিক ছিল। 

এই এক হ্যাটট্রিকেই আরও দুটি হ্যাটট্রিক হলো। এটি ছিল ইডেন গার্ডেনের তৃতীয় হ্যাটট্রিক। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইডেনকে প্রথম তিন বলে তিন উইকেট দেখার সুযোগ করে দিয়েছিলেন কপিল দেব। এরপর ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হরভজনের সেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া হ্যাটট্রিক। এর ১৬ বছর পর আবারও হ্যাটট্রিক দেখল ইডেন। মজার ব্যাপার, এটা ওয়ানডেতেও ভারতের তৃতীয় হ্যাটট্রিক। কপিল ও কুলদীপের আগে এ কীর্তি ছিল চেতন শর্মার (১৯৮৭)। 

তবে একটি বিষয়ে অনন্য কুলদীপ। এই চায়নাম্যানই একমাত্র ব্যক্তি, যিনি অনূর্ধ্ব-১৯ ওয়ানডের পর আন্তর্জাতিক ওয়ানডেতেও হ্যাটট্রিক করলেন। 

এর আগে  কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। মাঝপথে ছন্দপতন ঘটায় নির্ধারিত ওভারের শেষ বলে ২৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

এদিন মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি তুলে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাক্তিগত ও দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন তিনি। তার ১০৭ বলের ইনিংসটিতে আটটি চারের মার ছিল। এছাড়া আজিঙ্কা রাহানে ৫৫, কেদার যাদব ২৪, হার্দিক পান্ডিয়া ও মনীষ পান্ডে সমান ২০ রানের ইনিংস খেলেন।

আজিদের পক্ষে স্মিথ ৫৯ এবং স্টোনিস ৬২ রান করেন। যাদব ছাড়াও ভুবেনসসর কুমার ৩ উইকেট নেন। 

গো নিউজ ২৪/ এস কে  

খেলা বিভাগের আরো খবর