আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে ‘বোকা’ বানালেন কোহলি


স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৮:১৩ পিএম
আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে ‘বোকা’ বানালেন কোহলি

শচীনের শতরান এখন কতদিনে ছোঁবেন বিরাট কোহলি, এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। একদিনের ক্রিকেটে শচীনের ৫০টি শতরানের অনেক পিছনে কোহলি (৩০টি)। তবে অনেক ম্যাচ কম খেলে। ইডেনেই ৩১তম শতরান করে ফেলতে পারতেন কোহলি। তবে শতরানের ৮ রান দূরেই থেমে যেতে হয় কোহলিকে। কুইল্টার নাইলের একটি অফ কাটারে কোহলি-প্রেমীদের স্বপ্নভঙ্গ ইডেনে।

তবে কোহলি ইডেনে ছিলেন স্বমেজাজে। অস্ট্রেলিয়ানদের সঙ্গে কোহলির সম্পর্ক ইতিমধ্যেই চর্চার বিষয়। অজিদের বিরুদ্ধে খেলা থাকলেই রূদ্রমূর্তি ধরেন কোহলি। কখনও স্মিথ, কখনও জনসন কোহলির ব্যাটিং উত্তাপে ধীরে ধীরে পুড়ে যান। ইডেনও তার ব্যতিক্রম নয়। তবে কোহলির সঙ্গে এবার লেগে গেল উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের।

আসলে ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারে বল করছিলেন মার্কাস স্টোয়িনিস। সেই ওভারের তৃতীয় বল কেদার যাদবের ব্যাটে লাগাতে পারেনি। বল সোজা আঘাত করে ওয়েডের পায়ে। আঘাতে কাতরে ওঠেন ওয়েড। তবে বিপক্ষ ক্রিকেটারের চোটের সময়েই সুযোগসন্ধানী এক রান নিয়ে নেন কোহলি। পরে ওভারের বিরতিতে কোহলিকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ওয়েডের সঙ্গে।

যাইহোক, যে কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ার এক ছক কষা, তা কিন্তু সফল হয়নি। কোহলি ৯২ করেই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর