পেলের সান্তোসের রেকর্ড ভাঙা হলো না রোনালদোর রিয়ালের


স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৪:৫৭ পিএম
পেলের সান্তোসের রেকর্ড ভাঙা হলো না রোনালদোর রিয়ালের

স্প্যানিশ লা লিগা ম্যাচে বাজে সময় থেকে বেরিয়ে আসতে পারছে না রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টানা দুই ম্যাচে ড্র করার পর আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরে জিনেদিন জিদানের দল। তবে বুধবার ঘরের মাঠে রিয়াল বেটিসের কাছে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে গোল করতে পারলে পেলের সান্তোসের রেকর্ড ভাঙতে পারতো রিয়াল। তবে প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়ায় টানা ম্যাচে গোলের পথচলায় ছেদ পড়লো রিয়ালের।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে পেলের সান্তোসের গড়া টানা ৭৩ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। বেটিসের বিপক্ষে গোল করতে পারলেই নতুন ইতিহাস গড়তে পারতো রিয়াল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলদের ব্যর্থতায় ভাঙা হলো না সান্তোসের রেকর্ড।

২০১৬ সালের এপ্রিলের পর থেকে প্রতিটি ম্যাচেই গোল করে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। প্রায় ২৭ মাস পর প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি লস ব্লাঙ্কোসরা। সময়ের হিসেবে ৫১২ দিন পর কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল।

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল বেটিস। অন্যদিকে ২০১১ সালের পর লিগে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন ম্যাচে জয় পেতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। এর আগে ভ্যালেন্সিয়া ও লেভান্তের সঙ্গেও বার্নাব্যুর মাঠে ড্র করে জিদানের দল।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর