দুর্দান্ত খেলেও অর্ধশতক মিস করলেন সৌম্য


স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৪:২৯ পিএম
দুর্দান্ত খেলেও অর্ধশতক মিস করলেন সৌম্য

আগামী ২৮ সেপ্টেম্বর টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। 

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়া ম্যাচটি। টস জিতে বাংলাদেশের হয়ে শুরুতে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। 

এদিন শুরু থেকেই সাধারণ ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন তামিম-সৌম্য। কিন্তু ইনিংসের ৪.২ ওভারের সময় হঠাৎ অবসরে যান তামিম। মাঠ ছাড়ার সময় তার ব্যক্তিগত রান ছিল ১৩ বলে ৫ রান।  এই ৫ রানে একটি চারের মারও ছিল। এরপর মাঠে নামেন ইমরুল কায়েস। নেমেই সঙ্গী সৌম্যের সঙ্গে দারুণভাবে লড়েন তিনি।  কিন্তু দলীয় ৮৪ রানের মাথায় উইকেট হারিয়ে বসেন ইমরুল। 

ইমরুলে বিদায়ের পর মুমিনুলের সঙ্গে ৮ রানের জুটে বেঁধে সাজ ঘরে ফিরেন সৌম্য। মাত্র ৭ রানের জন্য মিস করেন অর্ধশতক। ব্যক্তিগত ৪৩ রানে তাকে ফেরান মিগায়েল প্রিটোরিয়াস।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ২৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯২ রান। ক্রিজে আছেন মুমিনুল। 

ম্যাচটি বাংলাদেশ দলের একাদশে রয়েছেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও  মোস্তাফিজুর রহমান।  

দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লোয়ানডিসওয়া জুমা।

গোনিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর