অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০১:৩৯ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর দুইটা কলকাতার ইডেন পার্কে শুরু হবে ম্যাচটি।

এর আগের ম্যাচে সফরকারীদের ২১ রানে হারায় ভারত। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ২৮১ রান সংগ্রহ করে স্বাগতিকরা।  কিন্তু বৃষ্টি আইনে বাধা পড়ে সবশেষে অস্ট্রেলিয়ার টার্গেট হয় ২১ ওভারে ১৬৪ রান।  কিন্তু শেষ পর্যন্ত এই রান আর তোলা সম্ভব হয়নি স্মিথবাহিনীর। 

আজকের ম্যাচটিতে জয় পেতে মরিয়া ভারত। এ ব্যাপারে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, দাপট অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চায় তার দল। তাছাড়া ম্যাচটি জিতলে সুখবরও রয়েছে স্বাগতিকদের জন্য। কারণ এ ম্যাচ জিতলে টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েরও এক নম্বরে পৌঁছে যাবে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দুই নম্বরে।  শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৯।  আজ জিতলে প্রোটিয়াদের সমান ১১৯ পয়েন্ট হবে ভারতেরও, তবে ভগ্নাংশে এগিয়ে থাকার কারণে এক নম্বরে থাকবে তারা।  টেস্ট র‌্যাংকিংয়ে ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে থেকে এক নম্বর দল ভারত।  ওয়ানডের শীর্ষে পৌঁছতে পারলে একসঙ্গে দুই ফরম্যাটের এক নম্বর দল হওয়ার কৃতিত্ব দেখাবে তারা।

যতটুকু ধারণা করা যায়, অজিদের বিপক্ষে আজকের ম্যাচটিতে  কোনো পরিবর্তন না এনেই মাঠে নামবে ভারত। 

ভারতের সম্ভাব্য দল: রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), মণীষ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ জাদব, চাহালে ও ভুমরা।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর