ছয়টি অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি ব্যাটসম্যান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৪:৩০ পিএম
ছয়টি অভিযোগে নিষিদ্ধ পাকিস্তানি ব্যাটসম্যান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং করার দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন দেশটির জাতীয় দলের ব্যাটসম্যান খালিদ লতিফ। বুধবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের ট্রাইব্যুনালে এই রায় দেয়া হয়।

পিসিবির অ্যান্টি করাপশন কোর্ডের অধীনে মোট ছয়টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।  যাতে ছয়টি অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়। এ কারণেই ৫ বছরের জন্য ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।  একই সঙ্গে ১০ লাখ পাকিস্তান রুপি জরিমানা করা হয়।

গেল পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন খালিদ লতিফ।  দেশের হয়ে তিনি পাঁচটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ পান। ২৯.৪০ গড়ে রান করেছেন ১৪৭। সর্বোচ্চ রান ৬৪। টি-টোয়েন্টি খেলেছেন ১৩টি। ২১.৫৪ গড়ে রান করেছেন ২৩৭। সর্বোচ্চ রান অপরাজিত ৫৯। কোন টেস্ট খেলা হয়নি তার।

যদি খালিদ লতিফের শাস্তি কমানো না হয়, তাহলে এর অর্থ ২০২২ সালের আগে তিনি আর ক্রিকেটে ফিরতে পারছেন না। ৩১ বছর বয়সী খালিদ লতিফের ২০২২ সালে বয়স হবে ৩৬ বছর। সে পর্যন্ত তিনি আর ক্রিকেট খেলার উপর্যুক্ত থাকবেন কি না সেটাও এক সন্দেহের বিষয়।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর