বিপিএলে দল পাননি ১২৫ জন দেশীয় ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১০:২৭ এএম
বিপিএলে দল পাননি ১২৫ জন দেশীয় ক্রিকেটার

শনিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফট অর্থাৎ নিলামে কোন দল পায়নি ১২৫ জন দেশীয় ক্রিকেটার।  এদের মধ্যে আছে জাতীয় দলে খেলা তারকা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, ওপেনাল শামসুর রহমান শুভ, পেসার শাহাদাৎ হোসেন, অল রাউন্ডার সহোরাওয়ার্দি শুভ, তুষার ইমরান, মার্শাল আইয়ুব, জুনায়েদ সিদ্দিকি।  

বিপিএল এ গত আসরেও কোন দল পাননি জুবায়ের হোসেন।  দল পাননি এবারো। আর গত আসরে প্রথমে অবিক্রিত থেকেও পরে দল পেয়েছিল শাহাদাৎ হোসেন।  কিন্তু এবার দল পাননি তিনি। 

গত আসরে বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন শামসুর রহমান। কিন্তু এবার বরিশাল বাদ হওয়ার সাথে সাথে ভাগ্যও ছেড়ে যায় তাকে।  মার্শাল আইয়ুব, নাঈম ইসলম, তুষার ইমরানও পাননি কোন দল।  গত তিন আসরের মত এবারো দল পাননি রাজিন শালেহ। 

উল্লেখযোগ্য অবিক্রিত দেশিয় ক্রিকেটার হলেন, জুবায়ের হোসেন লিখন, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, তাসামুল হক, সোহরাওয়ার্দী শুভ, মাইশুকুর রহমান, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, আব্দুল মজিদ, রবিউল ইসলাম, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, সাঞ্জিত সাহা, অভিষেক মিত্র, আব্দুল মজিদ, মেহরাব হোসেন জোসি, মাহবুবুল করিম, অমিত মজুমদার, হামিদুল ইসলাম হিমেল। 

আরও আছেন, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, জাবিদ হোসেন, ফজলে আহমেদ রাব্বি, নাসির উদ্দিন ফারুক, সগির হোসেন পাভেল, মোহাম্মদ ফোরকান, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, দেওয়ান সাব্বির রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, শাফাক আল জাবির, মনির হোসেন খান, বিশ্বনাথ হালদার, রাহাতুল ফেরদৌস জাবেদ। 

আরও দল পাননি, নাজমুল সাদাত, ইজাজ আহমেদ, শেহনাজ আহমেদ, রম্মান আহমেদ, সালমান হোসেন ইমন, সাদিকুর রহমান, তোহিদুল ইসলাম রাসেল, নাসুম আহমেদ, তাপস ঘোষ, জসিমউদ্দিন, রেজাউল করিম রাজীব, হাবিবুর রহমান জনি, নুর হোসেন, সায়েম আলম চৌধুরী, ইসলামুল আহসান আবির, ইফতেখার সাজ্জাদ ও হুমায়ন কবির শাহীন। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর