টি-টোয়েন্টির পর এবার আসছে টি-টেন ম্যাচ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৭, ১২:৩৮ পিএম
টি-টোয়েন্টির পর এবার আসছে টি-টেন ম্যাচ

যদি প্রশ্ন করা হয় ক্রিকেটে কোন ফরম্যাট আপনি বেশি পছন্দ করেন? জানি উত্তর আসবে টি-টোয়েন্টি ক্রিকেটের নাম। টেস্ট ক্রিকেটের পর সত্তরের দশকে আসে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট। এরপর একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে টি-টোয়েন্টির আগমন ঘটে। এবার আরো সংক্ষিপ্ততম ফরম্যাটের প্রতিযোগিতামূলক ম্যাচ দেখবে ক্রিকেটবিশ্ব। 

নতুন ধাঁচের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
চলতি বছরের শেষের দিকে টি-টেনের আসর বসবে। ফুটবলের মতোই ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন বীরেন্দ্র শেবাগ, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কুমার সঙ্গাকারা।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোও চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো- টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লংকাস, টিম লংকানস, টিম সিন্ধ ও টিম কেরালা। আফ্রিদি পাখতুনকে নেতৃত্ব দেবেন।

টেন ক্রিকেট লিগ নামে এই প্রতিযোগিতার সভাপতি শাজি উল মুলক বলেছেন, ‘শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আমরা এই নতুন ধাঁচের ক্রিকেট নিয়ে আশাবাদী। ক্রিকেট এবার ৯০ মিনিটের খেলা হয়ে যাচ্ছে। এতদিন আমরা টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি। এবার টি-টেন উপভোগ করার অপেক্ষা।’
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর