হঠাৎ ফুটবলকে বিদায় জানালেন রুনি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৮:৪৫ পিএম
হঠাৎ ফুটবলকে বিদায় জানালেন রুনি

ইংল্যান্ড ফুটবলে জনপ্রিয় নাম ওয়েইন রুনি।  ২০০৩ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় তার। 

হঠাৎ কাউকে বুঝতে দেয়ার আগেই বুধবার (২৩ আগস্ট) অবসরের কথা জানিয়েছেন ১৪ বছর মাঠ দাফিয়ে বেড়ানো এই ইংলিশ তারকা ফুটবলার।

২০০৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হলেও ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে তার পথচলাটা শুরু হয় ২০০০ সালে। বয়সভিত্তিক দল থেকে ধাপে ধাপে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় দলে। দলের হয়ে খেলেছেন ১১৯ ম্যাচ, গোল করেছেন ৫৩টি। যা তাকে বানিয়েছে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক। দিয়েছে কিংবদন্তির খেতাব। 

রুনি জানিয়েছেন অনেক চিন্তা ভাবনার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংলিশ সুপারস্টার বলেন ‘এই সিদ্ধান্তটা নেওয়া অনেক কঠিন ছিল আমার জন্য। এই ব্যাপারে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার ক্লাব এভারটনের কোচও আমাকে সাহায্য করেছেন সিদ্ধান্ত নিতে। ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। আমি যতবারই দলে ডাক পেয়েছি ততোবারই খুশি হয়েছি। হোক সেটা অধিনায়ক হিসেবে অথবা খেলোয়াড় হিসেবে। ইংল্যান্ডে জার্সি গায়ে চাপানো সম্মানের ব্যাপার। কিন্তু আমি মনে করি এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।’

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ইংল্যান্ডের ম্যাচ রয়েছে স্লোভাকিয়া ও মাল্টার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য প্রথমে রুনিকে স্কোয়াডে না রাখলেও পরবর্তীতে ঠিকই তাকে ডাকেন কোচ গ্যারেথ সাউথগেট। স্কোয়াডে ফেরানোর জন্য রুনিকে ফোনও করেন সাউথগেট। তবে রুনি কোচকে জানান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর