২ টাইগারকে ভয় পাচ্ছেন ম্যাক্সওয়েল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৪:৫৮ পিএম
২ টাইগারকে ভয় পাচ্ছেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল।  অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যানদের একজন। যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই অস্ট্রেলিয়ান তারকা।  ২০১৩ সালে টেস্ট অভিষেক হলেও অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা পাকা করতে পারেননি ম্যাক্সওয়েল। 

তবে গত ভারত সফর থেকে ভরসা হওয়ার মত করেই টেস্টে খেলছেন এই অলরাউন্ডার। যদিও চার বছরে খেলা হয়েছে মাত্র পাঁচটি টেস্টে। ভারতের বিপক্ষেই পেয়েছেন সাদা পোশাকের প্রথম সেঞ্চুরি। টেস্টে নিয়মিত হওয়ার জন্য এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে।

এদিকে, বাংলাদেশে স্পিনাররাই যে পার্থক্য গড়ে দিতে পারেন সেটি জানেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।  অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসানকে হুমকি মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি হুমকি হিসেবে দেখছেন একজন পেসারকেও। তিনি আর কেউ নন, মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক আঙিনায় কমই দেখা হয়েছে, তবে আইপিএল খেলায় খুব কাছে থেকেই মোস্তাফিজ-সাকিবকে দেখেছেন ম্যাক্সওয়েল। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাই বলে গেলেন দুই টাইগার তারকার ভয়ঙ্কর হয়ে ওঠার সক্ষমতার বিষয়টি।

‘মোস্তাফিজ একজন বিস্ময়কর বোলার। তাকে আইপিএলে খেলেছি, পুরো মৌসুমই সে দারুণ কাটিয়েছিল। বাড়তি কাজ করলে সে টেস্টেও অসাধারণ হতে পারে। তার স্লো বলের যে বৈচিত্র্য, এটা গতানুগতিক বাঁহাতি পেসারদের মত নয়। সহজাতভাবেই ডেলিভারির শেষ মুহূর্তে স্লোয়ার ছাড়তে পারে, যেটা বুঝে ওঠা খুবই কঠিন। হাতের ভঙ্গি একই রেখেই স্লোয়ার ছাড়তে পারে। সাকিবও খুব অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে সারাবিশ্বেই খেলে এবং বিশ্বসেরা অলরাউন্ডার। দুজনই আমাদের জন্য হুমকি হতে পারে।’

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর