৪৩ বলে ১০১, টি-টোয়েন্টির নতুন রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৮:৫২ এএম
৪৩ বলে ১০১, টি-টোয়েন্টির নতুন রেকর্ড

ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম কোয়াটারফাইনালে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।হ্যাম্পশায়ারের হয়ে ওপেনিং করতে নেমে এদিন ঝড় তুলেন বুম বুম আফ্রিদি। ০০ জার্সি পরিহিত আফ্রিদি ৭ ছক্কায় ১০ চারে ৪৩ বলে ১০১ রান করেন।

তার ঝড়ো শতকের উপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে ডাম্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় পায় আফ্রিদিরা। 

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টিতে তকমা লাগানো সাড়া জাগানো খেলোয়াড় হলেও এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর