প্রস্তুতি ম্যাচ না খেলতে পারায় হতাশ অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১০:১০ পিএম
প্রস্তুতি ম্যাচ না খেলতে পারায় হতাশ অস্ট্রেলিয়া

দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মূল সিরিজের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অজিদের। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। ভেন্যু হিসেবে ছিল ফতুল্লা। কিন্তু টানা বর্ষণে ফতুল্লা খেলার অনুপোযোগী হয়ে যায়। 

এরপর বিসিবি মোহাম্মদপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠও প্রস্তুত রাখে। প্রস্তুত করে ফতুল্লা স্টেডিয়ামও। কিন্তু অস্ট্রেলিয়া দলের সেটি পছন্দ হয়নি। ফলে তারা প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচেই বিকল্প নেই। তাইতো প্রস্তুতি ম্যাচ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অ্যাস্টন অ্যাগার।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সাংবাদিকদের অ্যাস্টন অ্যাগার বলেন, ‘এটা হাতাশাজনক। প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছে। তবে এটা নিয়ে এখন আর আমাদের কিছু করার নেই। আমরা আজ ভালো একটি সেশন করেছি। আবহাওয়া ভালো যাচ্ছে। সবকিছুই ভালো যাচ্ছে।’

এই সিরিজে নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি যথেষ্ট প্রস্তুতি নিয়েছি এই সিরিজকে সামনে রেখে। ভারতের বিপক্ষের সবশেষ সিরিজটিও আমার প্রস্তুতি অংশ ছিল। সেখানে আমি অনেক বল করেছি। ভারতের উইকেট আর এখানকার উইকেট প্রায় একইরকম। এই উইকেট সম্পর্কে আমার ভালো একটি ধারনা তৈরি হয়েছে। সে কারণেই এই সিরিজে স্কোয়াডে সুযোগ পেয়েছি।’

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন অ্যাস্টন অ্যাগার। বাংলাদেশ সিরিজেও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখতে চান। সেভাবে নিজেকে প্রস্তুতও করেছেন, ‘আমি আসলে সব বিভাগেই সমান প্রস্তুতি নিচ্ছি। সে কারণেই খেলাটাকে আমি বেশ উপভোগ করি। বলের পাশাপাশি ব্যাটিংয়ে যদি সুযোগ পাই তাহলে কিছু রান করার চেষ্টা করব।’
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর