সেরাটা দিতে পারলেই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ সম্ভব


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৬:৫৩ পিএম
সেরাটা দিতে পারলেই অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ সম্ভব

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এখন বাংলাদেশ অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার অপেক্ষা ব্যাট বল যুদ্ধ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এ যুদ্ধ। সাদা পোষাকের এ যুদ্ধে অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বর্তমান দল চেয়ে এগিয়ে। 

তারপরও ক্রিকেটে বলে কথা। ক্রিকেটের অপরনাম অনিশ্চয়তা। যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে খেলার ফলাফল। বাংলাদেশ দলে যে খেলোয়াড় রয়েছে তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে অস্ট্রেলিয়া বিপক্ষে শুধু জয় নয়, সিরিজ জয়ও সম্ভব। 

বাংলাদেশ দলের খেলোয়াড়রা অবশ্য জয় ভিন্ন অন্যকিছু চিন্তা করছে না। যেমনটা করছেন না ইমরুল কায়েসও। আজ মঙ্গলবার (২২ আগস্ট) তিনি জানিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার জন্যই খেলবে বাংলাদেশ।

ইমরুল কায়েস বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটটা ভালো খেলছি। অবশ্যই চাইব ম্যাচ জেতার জন্য। আগেও আমরা এটাই চেয়েছি। এখনো চাই ম্যাচ জিততে।’

বাংলাদেশে স্পিনবান্ধব উইকেট হবে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে স্পিন বোলারদের ভূমিকা বেশি। হয়তো এমনটা ভেবে অস্ট্রেলিয়া দল বেশ কয়েকজন ভালো স্পিনার নিয়ে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন নাথান লায়ন। 

তার বিষয়ে কায়েস বলেন, ‘আমার মনে হয়, নাথান লায়ন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। আমরা তাকে খেলতে প্রস্তুত। শুধু আমি নই, দলের সবাই প্রস্তুত। আমার মনে হয়, উপমহাদেশের উইকেট স্পিনারদের সহায়ক হয়। আমরা এটা জানি এবং খেলতে প্রস্তুত। ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। কয়েক মাস আগে। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ভালো কিছু পারব।’

অস্ট্রেলিয়ার পেসারদের সম্পর্কে ইমরুল কায়েস বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাত আট বছর হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষেও খেলেছি। তাদেরও সেরা পেস বোলিং অ্যাটাক থাকে। তাদের বিপক্ষে যেহেতু খেলতে পেরেছি, আমার মনে হয় সামনে আর সমস্যা হবে না। তাদেরকে যেহেতু খেলতে পেরেছি, এদেরকেও পারব।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর