প্যাড পরলেই অস্থির হয়ে যান ইমরুল!


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৬:২৭ পিএম
প্যাড পরলেই অস্থির হয়ে যান ইমরুল!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। এখন টার্গেট মূল একাদশ। আর মূল একাদশে থাকতে পারেন সৌম্য সরকার। এতে সৌম্যর সঙ্গে ইমরুলের প্রতিযোগীতা হতে পারে ব্যাটিং পজিশন নিয়ে। এ ক্ষেত্রে বরাবরের মত সৌম্যরই তামিমের সাথে ওপেনিং করার সুযোগটা বেশি।

এতে ইমরুলকে খেলতে হবে তিন নম্বর পজিশনে। শেষ টেস্টেও তাকে খেলতে হয়েছে তিন নম্বর পজিশনে। তিন নম্বর পজিশনে ব্যাটিং করা নিয়ে ইমরুল কায়েস বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাব। এটা আসলে এডজাস্ট করে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না। একটা সময় আমিও পারতাম না।’

তবে ওপেনিং থেকে তিনে নেমে আসাকে দুর্ভাগ্য হিসেবে মানছেন না এই টাইগার। বলেন, ‘আমি মনে করি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলাই সবচেয়ে বড় অর্জন। নিজেকে ভাগ্যবান মনে করি। ব্যাটিংয়ের জায়গা নিয়ে নিজের পছন্দ থাকে। কিন্তু দল যেটা ভালো মনে করে সেটাই করতে হবে। আমার মনে হয়, দুই জায়গায়ই আমি ব্যাটিং করতে রাজি; ওপেনিং বা তিন নম্বর যাই হোক।’

তিনে ব্যাটিং করাটা সুবিধা বলেই মানলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বলেন, ‘আসলে দেখেন নতুন বলে ব্যাটিং করতে গেলে সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। যেমন বোলার জানে না এই ব্যাটসম্যানের স্ট্রেংথ কী। তেমনি ব্যাটসম্যানও জানে না বোলার কী করবে। কিন্তু ওয়ান ডাউনে ব্যাটিং করতে এলে বোলার সাবধান হয়ে যায়। তার লাইন লেন্থ ঠিক করে ফেলে। আমি মনে করি তিনে ব্যাটিং করার সুবিধাই বেশি। কারণ বিশ্বের অনেক সেরা ব্যাটসম্যান তিনে খেলে সফল হয়েছেন।’
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর