মোস্তাফিজকে নিয়ে তাসকিনের যত আশা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১০:০৭ এএম
মোস্তাফিজকে নিয়ে তাসকিনের যত আশা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দলে মোস্তাফিজ-শফিউলদের সঙ্গী তাসকিন। সোমবার মিরপুরে অনুশীলন সেরে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। টেস্টের টাইগার স্কোয়াডে তিন পেসার- মোস্তাফিজ, তাসকিন ও শফিউল। এই ত্রয়ীর মধ্যে প্রত্যাশাটা বেশি থাকবে মোস্তাফিজকে ঘিরেই। যদিও বাঁহাতি পেসারের সাম্প্রতিক ফর্ম ফেলেছে দুশ্চিন্তার ছায়া! 

তবে তাসকিনের বিশ্বাস, এই সিরিজেই চেনা ছন্দে ফিরে আসবে কাটার মাস্টার। ‘মোস্তাফিজের কাছে সব সময় আমাদের আশা বেশি থাকে। সে আশা পূরণও করে। হয়ত শেষ কয়েকটা ম্যাচ ভালো হয়নি। বিশ্বের সেরা বোলারদেরও কিন্তু দুই-একটা ম্যাচ খারাপ হয়। এটা নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি ও ঘুরে দাঁড়াবে।’

তবে, একজনের উপর নির্ভর না থেকে দলের বাকি পেসারদের দায়িত্ব নেওয়ার কথাও বলেছেন তাসকিন, ‘আমাদেরও অনেক দায়িত্ব আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের চেয়ে আমরা এখানকার উইকেট ভালো বুঝি। সবকিছু আমাদের চেনা আছে। আশা করছি সিরিজে আমরা ভালো কিছু করবে।’

ঘরের মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল গত বছরের অক্টোবরে। মিরপুরে সেই ম্যাচটি ১০৮ রানে জিতেছিল টাইগাররা। অজি সিরিজের আগে সেই জয়টি এখনও অনুপ্রেরণা যোগায় লাল-সবুজের ক্রিকেটারদের। সেই ধারাবাহিকতায় টেস্ট জয়ের যে বিশ্বাস দলে ছড়িয়েছে, আরেকটি হোমসিরিজ শুরুর আগে সেটিকেই গুরুত্ব দিয়ে দেখছেন তাসকিন।

‘ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা জিতেছি, সেটা আমাদের অনুপ্রাণিত করে। আত্মবিশ্বাসটা সেখান থেকে বেড়েছে। শ্রীলঙ্কার মাটিতে তাদের হারিয়েছি। বিশ্বাসটা সে কারণেই বেশি। চার-পাঁচ বছর আগে, যখন টিভিতে খেলা দেখতাম, তখনকার চেয়ে দলের মাঝে বিশ্বাসটা এখন অনেক বেশি। লড়াই করার এবং জেতার।’

দেশের মাটিতে এই প্রথম টেস্ট খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। অন্য সবার চেয়ে এই ডানহাতি পেসার একটু বেশিই রোমাঞ্চিত।

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর