রিয়াল অধিনায়কের বিরল রেকর্ড!


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০১:২৯ পিএম
রিয়াল অধিনায়কের বিরল রেকর্ড!

ক্রীড়াজগতে কত রকমের কতশতরেকর্ড জন্ম নেয়। এবার তেমনই এক বিরল রেকর্ড স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস। লা লিগায় সবচেয়ে লাল কার্ড পাওয়ার রেকর্ড। একটি দুইটি নয় ১৮টি লাল কার্ড পেয়েছেন তিনি।

গতকাল (রোববার) রাতে দেপোর্তিভো লা করুনার মাঠে দলের ৩-০ গোলের জয়ের ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন রামোস। এর আগেই গ্যারেথ বেল, ইসকো ও টনি ক্রুসের গোলে জয় নিশ্চিত করে ফেলে জিনেদিন জিদানের দল। 

ম্যাচের ৫৩তম মিনিটেই লাল কার্ড পেতে পারতেন রামোস। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মুখে হাত তোলায় সেবার হলুদ কার্ড পেয়েই পার পান রামোস।

ম্যাচের যোগ করা সময়ে শূন্যে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে পান দ্বিতীয় হলুদ কার্ড।

লা লিগায় সর্বোচ্চ ১৮টি লাল কার্ড পাওয়া বাকি দুই খেলোয়াড় সেভিয়ার ডিফেন্ডার পাবলো আলফারো ও রিয়াল সারাগোসার কিংবদন্তি শাভি আগুয়াদো।  

গত মৌসুমেও বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমে লাল কার্ড পেয়ে একবার মাঠ ছাড়া হন রামোস। তার আগের মৌসুমে বহিষ্কৃত হয়েছিলেন দুইবার।
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর