নাইট রাইডার্স তারকাকে অবহেলা করছেন কোহলি!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৮:০১ পিএম
নাইট রাইডার্স তারকাকে অবহেলা করছেন কোহলি!

রবিবার ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলছে অপ্রতিরোধ্য ফর্মে থাকা ভারতীয় দল।

কিন্তু অধিনায়ক বিরাট কোহলির মাথায় ঘুরছে ২০১৯ বিশ্বকাপ। তাই হাতে সময় নিয়েই কোহলি দলের ক্রিকেটারদের দায়িত্ব ভাগ করে দেয়ার ওপর জোর দিতে শুরু করেছেন। তিনি বলেছেন, ‘‘আমরা একটা নির্দিষ্ট সময় বেঁধে নিয়ে সেরা দল তৈরি করে ফেলতে চাই।’’ সেখানেই না থেমে ভারত অধিনায়ক আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে দুই বছর সময় পাচ্ছি আমরা। এটাই সেরা সময় ক্রিকেটারদের নির্দিষ্ট কিছু দায়িত্ব বুঝিয়ে দেয়া, যাতে ওরাও ভালভাবে উপলব্ধি করতে পারে আমরা কী চাইছি।’’

সম্প্রতি নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছেন, একদিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করবেন কে এল রাহুল। শনিবার (১৯ আগস্ট) কোহলি স্পষ্ট করে দেন, তেমন কোনো বাঁধা-ধরা নিয়মে চলতে রাজি নন। কোহলি বলেছেন, ‘‘রাহুল অবশ্যই মাঝের দিকে ব্যাট করবে কিন্তু কোনও ধরাবাঁধা নিয়মের মধ্যে আমি দলকে আবদ্ধ রাখতে চাই না। দলের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে পারে। আমি সেভাবেই দলকে  সাজাবো।

প্রথম একদিনের ম্যাচে মাঝের সারিতে লড়াই চলছে কেদার যাদব, মণীশ পাণ্ডের মধ্যে। অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন, কলকাতা নাইট রাইডার্স তারকাকে অপেক্ষা করতে হতে পারে প্রথম একাদশে ঢোকার জন্য। তিনি বলেছেন, ‘‘মণীশ যখনই সুযোগ পেয়েছে, তা খুব ভাল কাজে লাগিয়েছে। ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এবার সেঞ্চুরিও করেছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের এই দলে রয়েছে স্বাস্থ্যকর প্রতিযোগিতা। ফলে সকলকেই লড়াই করে নিজের জায়গা করে নিতে হবে।’’

প্রশ্ন উঠছে অজিঙ্ক রাহানেকে নিয়েও। কোহলি যেমন জানিয়ে দিয়েছেন, তাকে তৃতীয় ওপেনার হিসাবেই এখনো ধরে রেখেছেন তিনি। বলেছেন, ‘‘ওপেনিংয়ে ধাওয়ান এবং রোহিত অতীতে অনেক ভাল ইনিংস খেলেছে। রাহানের প্রয়োজনীয়তাও আমাদের কাছে অজানা নয়। তবে জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না।’
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর