ভারতের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কার অসহায় আত্মসমর্পন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৭:২৭ পিএম
ভারতের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কার অসহায় আত্মসমর্পন

কোচ রবি শাস্ত্রী ভাগ্যবানও বটে!  শিক্ষাকতা শুরুর প্রথম ধাপেই ভালো পারফর্ম করেছে শিক্ষার্থীরা।  স্বাগতিক  শ্রীলঙ্কাকাকে একেবারে লজ্জা ফেলে টেস্ট সিরিজ জিতেও নিয়েছে তার ছাত্ররা। 

টেস্ট যাত্রা শেষ। তবে এবার বিরাটি বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি ওয়ানডে সিরিজে। সে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার (২০ আগস্ট) রণগীরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক প্রতিপক্ষ হয়েছে কোহলি বাহিনী। ম্যাচটিতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক।

ব্যাটিংয়ে শুরু থেকে ভালো ব্যাটিং উপহার দেন লঙ্কান দলের দুই ওপেনার দানুষ্কা গুনাথিলক ও ডিকওয়েলা। দুই জনের জুটি ভাঙে দলীয় ৭৪ রানে।  মূলত গুনাথিলকার পতনের মধ্যেই খারাপ দশা শুরু হয় লঙ্কানদের।  শেষ অবধি ২০৬ রানেই গুটিয়ে যায় তারা। 

ম্যাচটিতে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন গুনাথিলকা। ৭৪ বলে ৬৪ রানের মনোমুগ্ধকর ইনিংস খেলেন তিনি।  এছাড়া এঞ্জেলা ম্যাথুস ও কুশল মেন্ডিস দুজনই ৩৬ রানের ইনিংস খেলেন।

অন্যদিকে সফরকারী দলের হয়ে অক্ষর প্যাটেল ৩টি, কেদার যাবদ, চাহাল ও ব্রুমরা ২টি করে উইকেট লাভ করেন। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর