২৬১ রানে ১৯ উইকেট!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৭:০৬ পিএম
২৬১ রানে ১৯ উইকেট!

ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। ব্রায়ান লারার উত্তরসূরীরা  সর্বশেষ ব্যর্থতার পরিচয় দিলো ইংল্যান্ডের বিপক্ষে। 

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম দিবারাত্রির টেস্টের ৩ দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২০৯ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড! 

ক্যারিবীয়দের বিপক্ষে ইনিংস ব্যবধানে এটি ইংলিশদের তৃতীয় বড় ব্যবধানে জয়। এর ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো জোর রুটের দল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫১৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৪৪ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন ব্যাট হাতে ব্যর্থতার সবটুকুই ক্রিকেট বিশ্বের কাছে তুলে ধরে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানে অলআউট হয় তারা।

একটু নজর দিলে দেখা যায়, কেবলমাত্র তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের ১৯টি উইকেটের পতন হয়েছে! এতগুলো উইকেটের বিনিময়ে রান উঠেছে মাত্র ২৬১! সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন ব্র্যাথওয়েট। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে একদিনে সর্বোচ্চ উইকেট হারানোর লজ্জার রেকর্ডও গড়েছে ভিভি রিচার্ডস, ব্রায়ান লারাদের উত্তরসূরিরা।

লিডসে আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এই ধাক্কা কি সামলে উঠতে পারবে ক্যারিবীয়রা?
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস ৫১৪/৮ ডি. (কুক ২৪৩, রুট ১৩৬; চেস ৪/১১৩)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৮ ও দ্বিতীয় ইনিংস: ১৩৭

ফল: ইংল্যান্ড ১ ইনিংস ও ২০৯ রানে জয়ী।


গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর