বাংলাদেশে চলন্ত ট্রেনের যে দৃশ্যটি অবাক করেছে স্মিথকে (ভিডিও)


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৫:৩০ পিএম
বাংলাদেশে চলন্ত ট্রেনের যে দৃশ্যটি অবাক করেছে স্মিথকে (ভিডিও)

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।  দলবল নিয়ে উঠেছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসনে।  পরশু রাতে ঢাকায় পা রাখার পর চলন্ত ট্রেনের একটি দৃশ্য দেখে বেশ অবাকই করেছে স্মিথকে।  আর সেটা বোঝা গেল তার ইনস্টাগ্রাম পোস্টে।

সামনে কোরবানির ঈদ।  ঈদ উপলক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়িতে।  আর তা র‍্যাডিসনের ব্যালকনি থেকে নিজের ক্যামরায় বন্দি করেছেন স্মিথ।।

ভিড়িওতে দেখা যাচ্ছে একটি লোকাল ট্রেনের ছাদে মানুষ বোঝাই হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে।  ভিডিও করে চলন্ত ট্রেনের সেই দৃশ্যটি আপলোড করলেন সোশাল সাইট ইনস্টাগ্রামে। এর মাঝে তিনি জুম করে বোঝার চেষ্টা করেছেন আসলে ঘটনাটা কী? ট্রেনের ছাদে এত মানুষ কেন? তার এই উপলব্ধি বোঝা গেল ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে। স্মিথ লিখেছেন, 'যখন বগিতে স্থান সংকুলান না হয় তখন কী-ই বা করার থাকে..?' হ্যাশট্যাগে 'বাংলাদেশ' আর 'ওয়াচইয়োরহেড' ব্যবহার করেছেন।


গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর