ভিন্ন যে ২ কারণে টেস্টে সুযোগ পেলেন নাসির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ১১:৩৯ এএম
ভিন্ন যে ২ কারণে টেস্টে সুযোগ পেলেন নাসির

অর্ধ যুগ আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিলেও নাসির হোসেনের ক্যারিয়ার মাত্র ১৭ টেস্ট ম্যাচেই আটকা। সর্বশেষ ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। গত মওসুমে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই বছর পর টেস্ট দলে ফিরলেন নাসির।

অস্ট্রেলিয়া দলে সাতজন বাঁ হাতি ব্যাটসম্যান। আর বাঁ হাতি ব্যাটসম্যানের বিপক্ষে অফস্পিনাররা যে যথেষ্ট কার্যকর, সে তো জানা কথা। এমন বিবেচনায় নাসিরকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

গতকাল দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নাসিরকে আমরা অন্যভাবে বিবেচনা করেছি। অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটসম্যান আছে। আমরা চাচ্ছিলাম মিরাজের মতো অফস্পিনের পাশাপাশি ব্যাটিংও করতে পারে এমন একজনকে। সেই হিসেবে নাসিরকে রাখা হয়েছে।’

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে প্রশংসা করেন নাসিরের, ‘কিছু দিন ধরে নাসির দারুণ খেলছে। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সে নিজের গুরুত্ব বোঝাতে পারবে।’

২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর সাতটি টেস্টে আর বড় ইনিংসের দেখা পাননি নাসির হোসেন। ফলে বাজে ফর্মের কারণে ২০১৫ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পরই দল থেকে বাদ পড়েন তিনি। 

পরে সীমিত ওভারের ক্রিকেটে টুকটাক জায়গা মিললেও টেস্টে উপেক্ষিতই ছিলেন এই অলরাউন্ডার। তবে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে দলে জায়গা পেলেন নাসির হোসেন। কিছু দিন আগে চট্টগ্রামে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে খেলা ম্যাচে তামিম একাদশের হয়ে ৬২ রানের অসাধারণ একটি ইনিংস খেলার পরই মূলত নির্বাচকদের আস্থা ফিরে পান তিনি।

এদিকে, ঘরোয়া ক্রিকেটে নাসিরের পারফরম্যান্স সত্যিই ভালো। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ৮ ইনিংসে দুটো হাফ সেঞ্চুরিসহ ৩০.৮৭ গড়ে ২৪৭ রান করেছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চার ইনিংসে ১০৯.৩৩ গড়ে করেছিলেন ৩২৮ রান। 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর