সাকিব-তামিম খুবই ডেঞ্জারাস!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৭:৫৭ পিএম
সাকিব-তামিম খুবই ডেঞ্জারাস!

অনেক জলঘোলার পর ঠিকই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ সফরে এসেছে টিম অস্ট্রেলিয়া। এই সফরে মুশফিক বাহিনীর সঙ্গে তারা একটি প্রস্তুতিমূলক ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। 

খেলা শুরুর আগেই টাইগার দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ডেঞ্জারাস উপাধি দিলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। 

শনিবার (১৯ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের এই দুই ক্রিকেটারের প্রশংসা করেন তিনি। 

তিনি বলেন, ‘তারা দুইজন তাদের খেলাটা খুবই ভালো বোঝে। নিজেদের দায়িত্ব সম্পর্কেও সচেতন। সাকিব-তামিম, ডেঞ্জারাস (ভয়ানক)। আমাদের সাফল্য পেতে হলে তাদের চেয়ে ভালো করতে হবে।’

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ ১০০ টেস্ট খেলেছে। গেল ১৭ বছরে ১০০ টেস্টের মধ্যে মাত্র ৪টি খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এতো অল্প টেস্ট খেলার বিষয়টি নিয়ে স্মিথ নিজেও বিস্মিত, ‘আমি আসলে বিস্মিত। গেল ১৭ বছরে আমরা মাত্র ৪টি টেস্ট খেলেছি! অবশ্য টেস্টের সূচি আমরা খেলোয়াড়রা নির্ধারণ করি না। আমরা কেবল সেখানে যাই যেখানে আমাদের খেলতে যেতে বলা হয়। আমি মনে করি এটার যথাযথ উত্তর ক্রিকেট প্রশাসকরা দিতে পারবেন।’

অস্ট্রেলিয়ার এই দলে যারা আছে তাদের অনেকের বিপক্ষেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে। টেস্টে প্রত্যেকে প্রত্যেকের অজানা, অচেনা। বিষয়টিকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন স্মিথ, ‘আমি মনে করি বিষয়টি বেশ রোমাঞ্চকর। ১১ বছর পর আমরা বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছি। খুবই লম্বা সময়। তবে আমরা একে-অপরের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি।’

উপমহাদেশে স্পিনারদের রাজত্বের বিষয়ে স্মিথ বলেন, ‘পুরো সিরিজেই স্পিনারদের রাজত্ব থাকবে। রিভার্স সুইং প্রত্যাশা করা যায়। কারণ, উইকেট ভেঙে চৌচির হয়ে যাবে।’
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর