মুমিনুলের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৫:৪১ পিএম
মুমিনুলের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

২২ টেস্টের ক্যারিয়ারের ১১ বার পঞ্চাশের ইনিংস ও চারটি শতক হাঁকিয়েছেন ‍বাংলাদেশ ক্রিকেটের  ‘ব্র্যাডম্যান’ খ্যাত মুমিনুল হক। সম্প্রতি ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে জায়গা হয়নি তার। তাই জনমনে প্রশ্ন, কেন অজিদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই মুমিনুল?

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সার্বিক ফর্ম বিবেচনায় বাদ পড়েছেন মুমিনুল।  গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সে খুবই বাজে ফর্মে রয়েছে। আর সবার সঙ্গে আলোচনা করেই বাদ দেয়া হয়েছে তাকে। 

শুধু মুমিনুল নয়, মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রেও একই যুক্তি দাঁড় করিয়েছেন নান্নু।  অথচ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক শতক করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে টেস্টে বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন না এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এ বছর ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটিতে হাফ সেঞ্চুরি ছাড়া বলার মতো আর তেমন স্কোর নেই তাঁর। ২০১০ সালে একমাত্র শতকটি করার পর টেস্টে এখনো শতকের খোঁজে রয়েছেন এই ব্যাটসম্যান।  
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর