পোলার্ডের পর ঝড় উঠেছে গেইলের ব্যাটে


প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৯:২৮ এএম
পোলার্ডের পর ঝড় উঠেছে গেইলের ব্যাটে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৬তম ম্যাচে ক্রিস গেইলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১৬৯ রানের বিশাল টার্গেট দিয়েছে কিয়েরন পোলার্ডের বার্বাডোজ ট্রাইডেন্টস। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন ক্রিস গেইল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান। ৩৫ রানে অপরাজিত আছেন গেইল। তাকে অপর পাশ থেকে সহযোগীতা করছেন মোহাম্মদ হাফিজ (১৮)।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে বার্বাডোজ। ব্যাট হাতে রিতিমত ঝড় তুলেন বার্বাডোজের অধিনায়ক কিয়েরন পোলার্ড। তিনি ৪০ বলে ১ চার ও ৬ ছয়ে খেলেন ৬৩ রানের অপরাজিত এক ঝড়ো ইনিংস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ডোয়াইন স্মিথ (৩৩)। 

এছাড়াও  শোয়েব মালিক (২৯) ও ওয়েইন পারনেল (২০) রানে অপরাজিত থাকেন। চার ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গেইলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস আর সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয় নিয়ে চতুর্থ স্থানে আছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর