সেই সফরে `ডিম‍‍` নিয়ে এসেছিল অজিরা!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৯:৩৭ পিএম
সেই সফরে `ডিম‍‍` নিয়ে এসেছিল অজিরা!

বেতন-ভাতা নিয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝগড়া লেগে ছিল স্মিথ-ওয়ার্নারদের। দেশটির ক্রিকেটের স্বার্থে শেষ পর্যন্ত সে সমস্যা সমাধান হয়।  আর তাতেই অস্ট্রেলিয়া সফর নিয়ে নতুন আশার আলো দেখে বাংলাদেশ।  

হয়েছেও তাই। নির্দিষ্ট সময়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  সবকিছু ঠিক থাকলে ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে রাত পৌঁনে দশটায় বাংলাদেশের মাটিতে পা রাখবে অজিরা।

টেস্ট সিরিজে মুশফিক বাহিনীর বিপক্ষে লড়বে স্মিথ বাহিনী। এ নিয়ে বেশ রোমাঞ্চে দুই শিবিরই। কারণ অনেক বছর পর টেস্টে মুখোমুখি হবে তারা।  আর তাই অস্ট্রেলিয়া সফরকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব মিডিয়া।  তাদের হাড়ির খবরও রাখতে চেষ্টা করছে সাংবাদিকরা।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া শিবির নিয়ে নিয়মিত আপডেট তথ্য প্রকাশ পাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে। সে সূত্রে জানা গেছে, অজিদের ৩২ জরের বহরে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নিরাপত্তাকর্মীর সঙ্গে থাকছে একজন বাবুর্চিও।  বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হলেও এটাই সত্য। 

মজার তথ্য হলো, এর আগে অজিদের ২০০৬ সালে বাংলাদেশ সফরে তাদের দলটির বহর ছিল ৪০ জনের। তখন শুধু বাবুর্চি না, সফরকারী দলটি আসার সময় নিজেদের জন্য শুকনো খাবার ও ডিম নিয়ে ঢাকায় এসেছিল। 
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর