মাশরাফীর রংপুর রাইডার্সে শ্রীলঙ্কান ব্যাটসম্যান


আরিফুর রাজু প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৬:৫৬ পিএম
মাশরাফীর রংপুর রাইডার্সে শ্রীলঙ্কান ব্যাটসম্যান

২ নভেম্বর  থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।

বিপিএল শুরু হতে এখনো ৭৮ দিন বাকি।  তার আগেই দল গঠনের কাজ সম্পন্ন করছে রংপুর রাইডার্স।  বিপিএলের পঞ্চম আসরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মর্তুজাকে দেখা যাবে বসুন্ধরা গ্রুপের দলটিতে।  বিপিএল সিজন থ্রিতে দূর্বল দল নিয়েও কুমিল্লাকে চ্যাম্পিয়নে ভূমিকা রাখেন মাশরাফি। তাই তার ওপরই আস্থা রংপুরে। 

এছাড়া সিজন ফোরে অংশ নেয়া দেশীয় ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলের পেসার রুবেল হোসেন, স্পিনার সোহাগ গাজী, অলরাউন্ডার নাঈম ইসলাম ও মুক্তার আলীকে রেখে দিতে পারে রংপুর। এ তালিকায় থাকবে পারেন আরাফাত সানীও। 

দলটিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, থিসারা পেরেরা, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার (সম্ভাব্য) , ক্রিস মরিস। তবে সর্বশেষ আপডেটে জানা যায়, শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুসল পেরেরাকে দেখা যাবে দলটিতে।  শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত কুসল পেরেরা ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতে তার মোট রান ৭১৬। ব্যাটিং গড় ২৬.৫১। স্ট্রাইক রেট ১৩২.১০।  
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর