টি-টোয়েন্টিতে ২০৭ রানের জুটি করে নতুন রেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০২:৫৯ পিএম
টি-টোয়েন্টিতে ২০৭ রানের জুটি করে নতুন রেকর্ড

টি-টোয়েন্টির উদ্বোধনী জুটিতে ২০৭ রানের বিশাল জুটি করে করে নতুন ইতিহাস করলেন দুই ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলি ও ড্যানিয়েল  বেল-ড্রামন্ড।

২০১২ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঝড় তুলে উদ্বোধনী উইকেটে ২০১ রান করেছিলেন পিটার ইনগ্রাম ও জিমি হাও। পাঁচ বছর শীর্ষে থাকার পর এবার সেই জায়গা দখলে নিলেন এই দুই ইংলিশ ব্যাটসম্যান।

বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে কেন্টের এ দুই ব্যাটসম্যান এসেক্সের বিপক্ষে ২০৭ রানের জুটি গড়েন।  ১৯তম ওভারের তৃতীয় বলে এ জুটি ভাঙেন মোহাম্মদ আমির।  

৬৬ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১২৭ রান করেন ডেনলি।  অপরদিকে, ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন বেল-ড্রামন্ড।

দুজনের ব্যাটে চড়ে কেন্ট ২ উইকেটে ২২১ রানের সংগ্রহ পায়। পরবর্তীতে মাত্র ১১ রানে জয় পায় তারা। এসেক্স ৫ উইকেটে ২১০ রান তুলে নির্ধারিত ২০ ওভারে।  ভারুণ চোপড়া ১১৬ রান করেন ৫৯ বলে। 

ডেনলি ও বেল-ড্রামন্ডের জুটি, উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেও যেকোনো উইকেটে রানের বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে। ২০১৬ সালে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স ২২৯ রান করেন গুজরাটের বিপক্ষে। এর আগের বছর একই খেলোয়াড়রা মুম্বাইয়ের বিপক্ষে করেছিলেন ২১৫ রান।

গো নিউজ২৪/এএইচ
 

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর