শ্বাসরুদ্ধকর জয় পেল সাকিবের জ্যামাইকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ১০:১৪ এএম
শ্বাসরুদ্ধকর জয় পেল সাকিবের জ্যামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৫তম ম্যাচে টানা চতুর্থ জয় তুলে নিল সাবিক আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। নিজেদের পঞ্চম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে দুই রানে হারিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল বর্তমান চ্যাম্পিয়নরা।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে জ্যামাইকা। ১২৯ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে আমাজন ওয়ারিয়র্স। এতে দুই রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে সাঙ্গাকারা বাহিনী।

জ্যামাইকার জয়ে বড় ভূমিকা রাখেন পেসার কেজরিক উইলিয়ামস। চার ওভার বল করে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। শেষ ওভারে গায়ানার জয়ের জন্য প্রয়োজন ছিল আট রান। ওই ওভারে বোলিংয়ের দায়িত্ব দেয়া হয়েছিল কেজরিক উইলিয়ামসকে। শেষ ওভারে পাঁচ রান দিয়ে দুইটি উইকেট নেন তিনি।

গতবারের মতো এবারও জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় তিন ম্যাচ খেলে গত ১৪ আগস্ট দেশে ফিরেন তিনি।   

জ্যামাইকা তালাওয়াশ ইনিংস: ১২৮/৭ (২০ ওভার)
(লেন্ডল সিমন্স ২০, গ্লেন ফিলিপস ৫১, আন্দ্রে ম্যাকার্থি ৮, কুমার সাঙ্গাকারা ৫, রভম্যান পাওয়েল ৭, জনাথন ফু ২০, ইমাদ ওয়াসিম ৩, ক্রিশমার সানতোকি ১*, গ্যারে মাথুরিন ৩*; সোহেল তানভীর ১/১৪, ভিরাস্যামি পারমল ০/১৯, রায়াদ এমরিত ২/২৪, রশীদ খান ২/৩৮, স্টিভেন জ্যাকবস ২/১৮, রোশন প্রিমাস ০/১১)।

গায়ানা আমাজন ওয়ারিয়র্স ইনিংস: ১২৬/৪ (২০ ওভার)
(চাঁদউইক ওয়ালটন ৩৭, মার্টিন গাপটিল ৩৩, বাবর আজম ২৩, জ্যামন মোহাম্মদ ২৪*, রোশন প্রিমাস ০; ইমাদ ওয়াসিম ০/১৫, ক্রিশমার সানতোকি ০/২৪, গ্যারে মাথুরিন ১/২৯, মোহাম্মদ সামি ০/২৬, কেজরিক উইলিয়ামস ৩/৩০)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: কেজরিক উইলিয়ামস (জ্যামাইকা তালাওয়াশ)।
গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর