৩০০ মিলিয়ন ইউরোতে মেসি লিভারপুলের?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৭, ১০:০০ পিএম
৩০০ মিলিয়ন ইউরোতে মেসি লিভারপুলের?

দল বদলের হিড়িক গোটা ক্লাব ফুটবলে। কোটি ইউরো বিলিয়নে বাই আউট ক্লজ ট্রান্সফার হচ্ছেন নামি দামি ফুটবলাররা।  এই তো সম্প্রতি ২২২ মিলিয়ন বাই আউট ক্লজ পরিশোধ করে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভিড়িয়েছে পিএসজি। 

তাই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ বিশ্বাস করেন, বাই আউট ক্লজ পরিশোধ করে আগামী এক মাসের মধ্যে লিওনেল মেসিকেও কেনা সম্ভব। বার্সেলোনা মেসির বাই আউট ক্লজ নির্ধারণ করেছে ৩০০ মিলিয়ন ইউরো।

ডিএজেডএনকে দেয়া এক সাক্ষাৎকারে লিভারপুলের জার্মান কোচ বলেন, ‘আগে যা অসম্ভব মনে হতো এখন তো দেখি সবই সম্ভব।’

মেসিকে কেনার কথা উল্লেখ করে ক্লুপ বলেন, ‘বার্সেলোনা লিওনেল মেসির বাই আউট ক্লজ নির্ধারণ করে দিয়েছে ৩০০ মিলিয়ন ইউরো। আমার বিশ্বাস এক মাসের মধ্যেই তাকে কেনা সম্ভব।’

৩০০ মিলিয়ন (৩ হাজার কোটি টাকা প্রায়) ইউরো? এতবড় পরিমাণে অর্থ কে ব্যায় করবে? ক্লুপ বলেন, ‘যদিও এই সংখ্যাটা শুনতে মনে হবে বিতর্কিত কিংবা অসম্ভব। এক সময় মনে হতো এই পর্যায়ে কারও পৌঁছা সম্ভব নয়; কিন্তু নেইমারের ট্রান্সফার এখন সব কিছুকেই সম্ভব করে দিয়েছে।’
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর