এক হচ্ছে সিপিএল-বিপিএল ও পিএসএল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৭, ০৫:৫৩ পিএম
এক হচ্ছে সিপিএল-বিপিএল ও পিএসএল

চ্যাম্পিয়নস লিগের আদলে নতুন একটি টুর্নামেন্ট করতে আগ্রহী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ।  তাদের টুর্নামেন্টটি সাজানো হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল),পাকিস্তান সুপার লিগের (পিএসল) কিছু দল এবং সিপিএলের উপরের কিছু দলের সমন্বয়ে। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ঠিক এমন আগ্রহের কথা জানিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।  মূলত ক্রিকেটের সম্প্রচার ও আর্থিকভাবে লাভবান হতে তাদের এই পরিকল্পনা।  টুর্নামেন্টটির প্রাথমিক পরিকল্পনায় ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে। 

এ ব্যাপারে সিপিএলের প্রধান সঞ্চালন কর্মকর্তা পিটার রাসেল সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আসলে সামনে অনেকগুলো সম্ভাবনাই দেখা দিচ্ছে। সিপিএল চ্যাম্পিয়নরা পিএসএল চ্যাম্পিয়ন অথবা বিপিএল চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলতে পারে। এটা যৌক্তিক। আর এটাই দর্শকরা দেখতে চায়। যত দল বাড়বে ততই এর গ্রহণযোগ্যতা বাড়বে। তাই আমরা বাংলাদেশের দিকেও নজর দিচ্ছি।’

২০১৮ সাল থেকে  এই লিগ আয়োজনের ইচ্ছে আয়োজকদের। তাদের ধারণা, যুক্তরাষ্ট্রে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা। সে ভাবনা থেকেই সেখানে লিগ আয়োজনের পরিকল্পনা। রাসেল বলেন, ‘এর আর্থিক উপযোগিতার দিকেই আমাদের তাকাতে হবে। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রই এমন সিরিজ খেলার মোক্ষম স্থান। আমরা মনে করছি সেখানে ক্যারিবীয় ও পাকিস্তানি লোকজনদের ভালো সমাগম হবে।’
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর