২০১৯ বিশ্বকাপে ভালো করার রসদ ২০১৮ সালে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০১:৫২ পিএম
২০১৯ বিশ্বকাপে ভালো করার রসদ ২০১৮ সালে

দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১০ বছর পার করেছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ চান এ অর্জনকে আরও এগিয়ে নিতে।

দশ বছরে দেশের হয়ে ৩৩ টেস্ট , ১৪৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন রিয়াদ। সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান হিসেবে নিজেকে যোগ্য করে তোলেছেন। দশম বার্ষিকীতে তিনি বলেন, ‘এটা অনেক আনন্দদায়ক। বাংলাদেশ এর জার্সিতে দশ বছর খেলা অন্যরকম অনুভূতি। আমি এটাকে আরও এগিয়ে নিতে চাই।’

অভিজ্ঞ ক্রিকেটাররাই দলের মূল দায়িত্বে থাকেন- সেটা মাথায় আছে এই একত্রিশ বছর বয়সী ক্রিকেটারের। যতদিন পারেন সেই দায়িত্ব ঘাড়ে চাপাতে চান সাইলেন্ট কিলার। তিনি বলেন, ‘মাশরাফি ভাই, সাকিব , তামিম, মুশফিক সবাইই নিজের ক্যারিয়ারে দশ বছর পার করে ফেলেছে। ব্যাক্তিগতভাবে আমি এটাকে ক্যারিয়ারের ইতিবাচক দিক হিসেবে দেখছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে ঠিকমত দায়িত্ব পালন করা।’

তিনি যোগ করেন, ‘আমার মনে হয় বাকিরাও আরও অনেক সময়ের জন্য খেলবে। যত অভিজ্ঞ খেলোয়াড় থাকবে ততই দলের ভারসাম্য ভালো হবে।’

বিশ্বকাপ সম্পর্কে কথা বলতে গিয়ে এই নীরব ঘাতক জানান যে বিশ্বকাপের আগের বছরটি খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, ‘২০১৮ সাল অনেক গুরুত্বপূর্ণ হবে। এখান থেকেই আমরা ২০১৯ বিশ্বকাপে ভালো করার রসদ পাব। এই সময়ে ভালো করলে আমরা আত্মবিশ্বাসের সাথে বিশ্বকাপে খেলতে পারব।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর