মুশফিকের রাজশাহী কিংসে ইংল্যান্ড অলরাউন্ডার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৭:৫১ পিএম
মুশফিকের রাজশাহী কিংসে ইংল্যান্ড অলরাউন্ডার

চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের ২ তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।  বিপিএলের মূল পর্বের আগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট।  এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০।  প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।

হিসেব মতে  বিপিএলের পঞ্চম শুরু হতে ১০০ দিন বাকি। তাই দল গোছাতে মনোযোগ দিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো।  এর মাঝে কিছুটা পেছনেই ছিল রাজশাহী কিংস।  তবে এবার তারাও মাঠে নেমেছে। আইকন ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে নেয়ার পর এবার ইংলিশ অলরাউন্ডার লুক রাইটকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস।

লুক রাইট

আজ মঙ্গলবার (২৫ জুলাই) লুক রাইটকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সী লুক রাইট টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। এর আগেও বিপিএলে খেলেছিলেন তিনি।

অভিজ্ঞ লুক রাইট ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন ২০১৩ সালের বিপিএলে। এরপর আর দেখা যায়নি এই ইংলিশ ক্রিকেটারকে। তবে বিরতি দিয়ে আবারো ফিরছেন বিপিএলে।

এদিকে লুক রাইটকে দলে যুক্ত করতে পেরে খুশি রাজশাহী কিংস। তাদের বিশ্বাস, লুক রাইটের অভিজ্ঞতা দলকে ভালো করতে সহায়তা করবে।

সারা দুনিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসরে খেলে থাকা লুক রাইট এখন পর্যন্ত খেলেছেন ২৭২ টি ম্যাচ। ১৪৫ স্ট্রাইকরেটে রান করেছেন ৬৪৫৯। আছে ৩২ টি অর্ধশতক ও ৭ টি শতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৩। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ৭৯ টি উইকেট আছে এই অলরাউন্ডারের।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর