নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে লঙ্কান বোলার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১২:১৭ পিএম
নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে লঙ্কান বোলার

কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের কারণে শ্রীলঙ্কার জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতেন না রঙ্গনা হেরাথ। ২০১০ সালে মুরালির বিদায়ের পর সুযোগ এসেছিল বাঁহাতি এই স্পিনারের। কিন্তু তত দিনে তাঁর বয়স হয়ে গেছে ৩২ বছর। খুব বেশিদিন খেলতে পারবেন না, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে চলেছেন হেরাথ।

দারুণ নৈপুণ্য দেখাতে শুরু করেছেন শেষ বয়সে এসে। আর এখন তিনি চলে এসেছেন দারুণ এক মাইলফলকের দ্বারপ্রান্তে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেই হয়তো হেরাথ ছুঁয়ে ফেলবেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।

এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৩ জন বোলার ছুঁতে পেরেছেন এই ৪০০ উইকেটের মাইলফলক। এর মধ্যে বেশিরভাগই পেসার। স্পিনার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র চারজন—মুরালিধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও হরভজন সিং। মাত্র ১৬টি উইকেট নিলেই হেরাথ এই এলিট ক্লাবে ঢুকে যেতে পারবেন পঞ্চম স্পিনার হিসেবে। আর বাঁহাতি স্পিনার হিসেবে তিনিই প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করবেন এই মাইলফলক।

১৯৯৯ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত হেরাথ খেলেছেন মোট ৮১টি টেস্ট ম্যাচ; নিয়েছেন ৩৮৪ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট আটবার। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় হেরাথের নাম এখন আছে ১৫তম অবস্থানে।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর