ভারত দলের ব্যাটিং লাইন আপ নিয়ে দুঃসংবাদ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৮:৪২ এএম
ভারত দলের ব্যাটিং লাইন আপ নিয়ে দুঃসংবাদ

কোচ হওয়ার পরেই দল নিয়ে শ্রীলঙ্কা গিয়েছেন রবি শাস্ত্রী। চলতি মাসের ২৬ তারিখ থেকে গল-এ হবে প্রথম টেস্ট। কিন্তু ভারতের জন্য খারাপ খবর। দলে প্রত্যাবর্তন ঘটেছে লোকেশ রাহুলের। জ্বরে আক্রান্ত ভারতের এই ওপেনার। তাই দলের সঙ্গে গলে যাননি তিনি। এরকম পরিস্থিতিতে লোকেশ রাহুলের জায়গায় নামবেন কে?

লোকেশ রাহুল যদি একান্তই নামতে না পারেন, তাহলে অভিনব মুকুন্দ এবং শিখর ধাওয়ান ওপেন করতে নামতে পারেন। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচে নামতে পারেননি লোকেশ। কারণ একটাই। চোট। 

আইপিএল-এও নামতে পারেননি কাঁদের চোটের জন্য। লোকেশ রাহুলের চোটের জন্যই ভাগ্য খুলে গিয়েছিল ধাওয়ানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করতে নেমেছিলেন বাঁ হাতি ওপেনার। 

ভারতীয় দল অবশ্য লোকেশকে রেখেই গলে পৌঁছে গিয়েছে। প্রথম টেস্টের দল আগেই ঘোষণা করে দিয়েছে শ্রীলঙ্কা। রবি শাস্ত্রীকে নিয়ে কম জলঘোলা হয়নি। শাস্ত্রী নিজের পছন্দের সাপোর্ট স্টাফ পেয়ে গিয়েছেন। আপাতত সব বিতর্ক বন্ধ। 

বিরাট কোহলিরা নেমে পড়ছেন মাঠে। তাঁরা জানেন ভাল খেললেই বিতর্ক থেমে যাবে। খেলতে না পারলেই মাথাচাড়া দিয়ে উঠবে বিতর্ক। 

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর