বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৫:১৬ পিএম
বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে চলতি বছরের নভেম্বরে। এখন পর্যন্ত বিপিএলের ৪টি আসর সম্পন্ন হয়েছে।  যার মধ্যে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে ঢাকা ডায়নামাইটস।  ৪টি শিরোপার তিনটিই জিতেছে দলটি। তবে মাশরাফির নেতৃত্বে তৃতীয় আসরটিতে শিরোপার স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

শিগগিরই শুরু হবে বিপিএল। তাই ক্রিকেটেপ্রেমীদের নজর আসরটি ঘিরে। সবাই ব্যস্ত বিপিএলের খুঁটিনাটি জানতে। তবে আজ আপনাদের জানাবো বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় হাঁকানো ৫ ক্রিকেটার সম্পর্কে।  

১. ক্রিস গেইল: ওয়েস্ট ইন্ডিজের দানব ক্রিকেটার ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৫টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৬০টি ছয় হাঁকিয়েছেন।

.সাব্বির রহমান:  বাংলাদেশ জাতীয় দলের হার্ডহিটার সাব্বির রহমান ৫১টি ম্যাচ খেলে ৩৯টি ছয় হাঁকিয়েছেন।  দেশ কিংবা ঘরোয়া লিগে সুযোগ পেলেই ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন এই অলরাউন্ডার। 

৩. মুশফিকুর রহিম: বাংলাদেশ জাতীয় দলের অন্যতম উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৪৬টি ম্যাচ খেলে ৩৪টি ছয় মেরেছেন তিনি। 

৪. এনামুল হক: ঘরোয়া লিগে ভালো করেও দেশের হয়ে বেশ কয়েক বছর দেখা যাচ্ছেন না এনামুল হককে।  বিপিএলে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলে ৩৪টি ছয় মেরছেন তিনি। 

৫.  আহমেদ শেহজাদ: আহমেদ শেহজাদ।  ক্রিকেট বিশ্বের এই হার্ডহিটার ২৭টি ম্যাচ খেলে ৩৩টি ছয় মেরেছেন। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর