পাকিস্তান দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সরফরাজের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১১:৫১ এএম
পাকিস্তান দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সরফরাজের

ক্রিকেটের তিন ফর্মেটেই দলকে র‌্যাংকিংয়ের শীর্ষে তোলার অভিব্যক্তি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

সম্প্রতি টেস্ট অধিনায়কত্ব পাওয়া সরফরাজ এখন ক্রিকেটের তিন ভার্সনেই পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের পর শহিদ আফ্রিদি পদত্যাগ করলে সংক্ষিপ্ত ভার্সনের নেতৃত্বের ভার পড়ে তার ওপর। এ বছর ফেব্রুয়ারিতে আজহার আলীর পদত্যাগের পর ওয়ানডে অধিনায়ক হিসেবে মনোনীত হন তিনি। 

গত মে মাসে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে টেস্ট নেতৃত্বও পান সরফরাজ।

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের ঐতিহাসিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠানের দেয়া সম্বর্ধনায় তিনি বলেন, ‘ভবিষ্যতেও বিভিন্ন ইভেন্টে জয়ী হয়ে জাতির আশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তিন ফর্মেটেই পাকিস্তানকে এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর