তামিমকে দলে নেয়ার কারণ জানালেন কুমিল্লার কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১০:৩২ এএম
তামিমকে দলে নেয়ার কারণ জানালেন কুমিল্লার কোচ

বিপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী নভেম্বরের ৪ তারিখ।  আর এই আসরকে সামনে রেখে দল গোছানো প্রায় শেষের দিকে ফ্রাঞ্জাইজিগুলোর। তবে দল গোছাতে ঢাকা ডাইনামাইটস সবার চেয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে নেই অন্যান্য দলগুলো।

এবার দল পরিবর্তন করছেন বাংলাদেশ দলের কয়েকজন তারকা ক্রিকেটার। বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার দুর্দান্ত অধিনায়কত্বে প্রথম আসরেই বিপিএলের শিরোপা ঘরে তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু দ্বিতীয় আসরেই ঘটে ছন্দ পতন। 

শুরু থেকেই বাজে পারফরমেন্সের কারণে শেষ চারে জায়গা পাওয়া হয়নি দলটির।  টুর্নামেন্টের মাঝপথে ফ্রেঞ্চাইজি কর্মকর্তাদের সাথে মতের অমিল হওয়ায় টিম হোটেল ছেড়ে নিজ বাসায় চলে গিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

তাই আগামী আসরকে সামনে রেখে দল গোছানোর শুরুতেই তামিম ইকবালকে দলে ভিরিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  তাই, দল থেকে বাদ পড়েছেন গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন অভ্যন্তরীণ কোন্দল নয়, দলের ব্যাটিং শক্তি বাড়াতেই তামিম ইকবালকে দলে নিয়েছে ভিক্টোরিয়ান্স।  তাছাড়া, তামিম বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।  যেকোনো দলই তাকে নিতে মুখিয়ে থাকে। 

এই প্রসঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘তামিম বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।  সে যে কোন দলেই খেলতে পারে।  আমরা গত আসরে ব্যাটিং নিয়ে অনেক সংগ্রাম করেছি।  আমরা ব্যাটিং লাইনটা শক্ত করতেই তামিমকে দলে নিয়েছি।এখানে অন্য কিছু নেই। ’

আগের আসরে ভিক্টোরিয়ান্সে খেলা ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে রেখে দিয়েছে দলটি।  আর, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তি ভিক্টোরিয়ান্সেদের ব্যাটিং অর্ডার করেছে কয়েকগুণ শক্ত। 

দলে আরও থাকছেন, ডুয়াইন ব্রাভো ও মোহাম্মদ নবীর মতো বিশ্ব ক্রিকেট মাতানো অলরাউন্ডার।  তাছাড়া, রশিদ খান, হাসান আলী, ইমরান খান জুনিয়রদের নিয়ে অন্য দলগুলোর ব্যাটিংয়ের পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  বেশ কিছু ক্রিকেটারের সাথে আগে থেকে কাজ করায় এবার বোঝাপড়ায় সুবিধা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। 

ভিক্টোরিয়ান্সের প্রধাণ কোচের ভাষ্যমতে, ‘বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের সাথে আমি আগেও কাজ করেছি।  তাই এবার বোঝাপড়াটা অনেক ভালো হবে।  তাই যেকোনো জায়গায় ভালো ফলাফল করার ভালো সুযোগ আছে।  প্রথম তিন-চারটা ম্যাচ যদি আমরা ভালো ভাবে জিততে পারি তবে পরবর্তী ম্যাচগুলো সহজ হয়ে যাবে। ’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর