শেষ পর্যন্ত নেইমারকে নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটলো


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ১০:০২ পিএম
শেষ পর্যন্ত নেইমারকে নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটলো

নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ফুটবলবিশ্বে তুলেছে আলোড়ন। ২২২ মিলিয়ন ইউরো খরচ করে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়াতে চাইছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনার সভাপতি হোসে মারিয়া বার্তামেউ জানিয়েছেন, নেইমার বিক্রির জন্য নয়।

নেইমারের দল ছাড়ার গুঞ্জনে প্রথমে চুপ থাকলেও মুখ খুলতে বাধ্যই হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এক সাক্ষাৎকারে নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে রীতিমতো পানি ঢেলে দিলেন বার্তামেউ, ‘চুক্তি অনুযায়ী আগামী চার বছরের জন্য নেইমার আমাদের সঙ্গে থাকবে। আমরা তার ওপর ভরসা করি। সে আমাদের দলের অংশ। সে বার্সার আক্রমণত্রয়ীর অবিচ্ছেদ্য অংশ। নেইমার বিক্রির জন্য নয়।’ 

বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বেড়েছে ২০২১ সাল পর্যন্ত। চুক্তির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২২ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ, নেইমারকে দলে ভেড়াতে হলে কমপক্ষে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হবে পিএসজিকে।

নেইমারের এই দলবদলে উয়েফার নীতিমালা পিএসজিকে বাধা দেবে বলে মনে করেন বার্সা সভাপতি, ‘ফিফার অর্থনৈতিক কিছু নীতিমালা আছে, সে নিয়ম মানলে বাই আউট ক্লজ খাটিয়ে নেইমারকে দলে টানা পিএসজির জন্য অসম্ভব।’

২৫ বছর বয়সী নেইমার জানিয়েছেন, বার্সেলোনায় সুখেই আছেন তিনি। নেইমার নিজের অবস্থান পরিস্কার করলেও থেমে নেই তার দল ছাড়ার গুঞ্জন। থেমে নেই স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের ক্রীড়া দৈনিকগুলোও। প্রতিদিনই তারা দিচ্ছে চমকপ্রদ তথ্য।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর