বাংলাদেশের ডাকে শ্রীলঙ্কাকে বিপদে ফেললেন তিনি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৬:৩৯ পিএম
বাংলাদেশের ডাকে শ্রীলঙ্কাকে বিপদে ফেললেন তিনি

২৬ জুলাই ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। তার আগে আচমকা দলটির বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চম্পকা রামানায়েকে। 

এ বিষযে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে, বিসিবির হাই-পারফরম্যান্স ক্যাম্পের পরামর্শক হিসেবে যোগ দিতে নিজ দেশের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের বাইরে যারা আছেন, তাদের নিয়ে কাজ করবেন চম্পকা।

এই পরিস্থিতিতে চামিন্ডা ভাসকে অনুরোধ করে দায়িত্ব দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।

বিসিবির সঙ্গে আগেও কাজ করেছেন চম্পকা রামানায়েকে। ২০১৫ সালে যোগ দেন শ্রীলঙ্কার জাতীয় দলের সঙ্গে।

সম্প্রতি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। বোর্ডের হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধান কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করেন। এবার গেলেন বোলিং কোচ।

ভাস শ্রীলঙ্কার সবচেয়ে সফল পেসার। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালিঙ্গাদের সঙ্গে ছিলেন। এরপর স্বল্প মেয়াদে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করেন।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর