একনজরে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের ১০ বিদেশি ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ১০:৩২ পিএম
একনজরে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের ১০ বিদেশি ক্রিকেটার

ঢাকা: চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  বিপিএলের মূল পর্বের আগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট।  এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিপিএলের তিনটি আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। তাদের মাধ্যমে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশনের কাছে তিন আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস।  আসন্ন আসরে নিজেদের সেরাটা দিতে গতবারের ন্যায় এবারো বিশ্বসেরা অনেক তারকাকে দলে টেনেছে জনপ্রিয় দলটি। 

দলটির আইকন হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।  কারণ সাকিবের হাত ধরে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি।

এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনিল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুনারত্নে, মোঃ আমির, নিরশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেভমন পাওয়েল। 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর